এক দিনের ভ্রমণ - ঢাকার কাছাকাছি জনপ্রিয় ৩০টি রিসোর্টের তথ্য
শত ব্যাস্ততার মাঝেও যারা পরিবার নিয়ে এক দিনের জন্য ঢাকার আশে পাশে থেকে ঘুরে আসতে চান, পরিবার নিয়ে কিছু সময় উপভোগ করতে চান, তাদের জন্য এখানে ৩০টি রিসোর্ট এর তথ্য দেয়া আছে। ১ ) নুহাশপ ল্লী জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের বাগানবাড়ি ও শুটিং স্পট। প্রায় ৯০ বিঘা জায়গা নিয়ে এই নন্দন কাননে আছে একটি ছোট আকারের চিড়িয়াখানা, শান বাঁধানো ঘাটসহ একটি বিশাল পুকুর, দৃষ্টিনন্দন কটেজ, ট্রি হাউস বা গাছবাড়িসহ আরো অনেক আয়োজন। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই তিনমাস বনভোজনের অনুমতি মেলে নুহাশপ ল্লী তে। ফোন : ০১৯১১৯২০৬৬৬ https://www.facebook.com/nuhashpollitour/ ২ ) ভাওয়াল_জাতীয়_উদ্যান গাজীপুর সরকারি পিকনিক স্পটগুলোর মধ্যে অন্যতম গাজীপুরের এ ভাওয়াল উদ্যান।জাতীয় উদ্যানের ভেতরে বেশকয়েকটি বনভোজন কেন্দ্র, ১৩টি কটেজ ও ৬টি রেস্ট হাউস রয়েছে। পিকনিক স্পট ব্যবহার করতে হলে, বন বিভাগের মহাখালী কার্যালয় থেকে আগাম বুকিং দিয়ে আসতে হবে। ফোনঃ ০২-৮৮১৪৭০০ সফিপুর আনসার একাডেমি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত আনসার-ভিডিপি একাডেমির বিশাল চত্বর বেড়া