৩৫০০ টাকায় কক্স'স বাজার ভ্রমণ - অল্প খরচে ঘুরে আসুন প্রকৃতির লীলাভূমি বৃহত্তর সমুদ্র সৈকত কক্স'স বাজার



পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে একটু রিল্যাক্স ভ্রমনের কথা চিন্তা করলে প্রথমেই চলে আসে কক্স বাজার ভ্রমণের কথা। যেতে চাই ঠিকই কিন্তু এই ইন্টারনেটের যুগেও অনেকের কাছে সঠিক তথ্য থাকেনা। যার ফলে কিছু ৪৫০০/৫০০০ টাকার প্যাকেজ দেখলেই আমরা ওয়াও (কত অল্প টাকায় প্যাকেজ) করে উঠি।

আসলে কি থাকে এই সব অফারে?
  • নন এসি বাসে ভ্রমন
  • নন এসি রুমে ৩/৪ জনের থাকা (নরমাল হোটেল)
  • ইনানি ভ্রমনের খরচ
  • কক্স বাজার অবস্থান কালে ৩ বেলার খাবার



এই সময় টায় কক্স বাজারের সকল হোটেলেই চলে ৫০% ডিস্কাউন্ট। যে সব হোটেল বিচ থেকে একটু দূরে সে গুলোতে আরও ডিস্কাউন্ট পাওয়া যায়। মোটামোটি সব হোটেল এর ওয়েবসাইট না থাকলে ও এখন ফেসবুক পেজ আছে। আর যদি বলেন যে হোটেল এর নাম জানবেন কিভাবে, তাহলে সোজা চলে যান গুগল ম্যাপ এর স্ট্রিট ভিউ এ, সেখানে সব হোটেল দেখতে পাবেন।

এখন একটা ছোট্ট হিসেব দেই আপনাদের ওয়াও প্যাকেজ এর
  • নন এসি বাস আশা যাওয়া ৮০০+৮০০=১৬০০ টাকা
  • নন এসি রুম ৪ জন থাকার ১২০০ টাকা (ডিস্কাউন্ট দিয়ে), কাজেই এক জনের ৩০০ টাকা (এর কমেও পাবেন), দুই রাতের জন্য ৬০০ টাকা
  • ইনানি আশা যাওয়া ৫০০-৬০০ টাকা (৬ জন যাওয়া যায়, ৪ জনের হিসেব করলাম), কাজেই একজনের ১৫০ টাকা, হিমছরির টিকেট ২০ টাকা, এছাড়া দুই দিনে বিচে আশা যাওয়া বাবদ আরও ১০০ টাকা। মোট ২৭০ টাকা

তাহলে মোট খরচ হল ১৬০০+৬০০+২৭০=২৪৭০ টাকা

প্যাকেজ গুলোতে সাধারনত যে খাবার এর কথা থাকে
নাস্তা- পরাটা+সবজি/ডাল+ডিম+চা ৬৫/৭০ টাকা
দুপুর/রাত- ভাত+সবজি/ভর্তা+মুরগি/সামুদ্রিক মাছ+ডাল খুব বেশি হলে ১৭০ টাকা। (সামুদ্রিক মাছ হিসেবে আস্ত রুপচান্দা ভাজা আশা করবেন না, তাহলে সেটা সরাসরি লিখে দিত, কোরাল মাছ এক পিস রেস্টুরেন্ট বুঝে ৮০-১২০ টাকা)



তাহলে খাবারের মোট হল (৭০*৩)+(১৭০*৪)=২১০+৬৮০=৮৯০ টাকা

ভ্রমনের মোট খরচ ২৪৭০+৮৯০=৩৩৬০ টাকা
ধরেই নিলাম ৩৫০০ টাকা


একটু কস্ট করে নিজেরাই চলে যান না, বারতি ১০০০/১৫০০ টাকায় না হয় টাটকা সামুদ্রিক মাছ ভাজা দিয়ে পেট পুজো টা ভাল করে করলেন অথবা উত্তাল সমুদ্রে জেট স্কি চালালেন।

[দ্রস্টব্য: যারা ৪০০০/৫০০০ টাকায় কক্স বাজার ঘুরতে চান তাদের জন্য এই হিসাব]





কক্স'স বাজারের আরও ছবি এখানে

#Travel_With_Tanveer

Comments

  1. আপনার হিসাব ঠিক আছে...।। এমন হিসাব যদি ডুবাই মালএশিয়া ,কাতার সহ আরো কিছু দেশের মানুষ ক.........।। তাহলে ...।। ডুবাই আজকে বাংলাদেশ ই থাকত.........। তারা আপনার মত এমন চিন্তা করে না... ।।
    আপনার কি দরকার আছে কক্স-বাজার যাওয়ার?? মোবাইলে বসেই দেখতে পাড়বেন...।।

    ReplyDelete
    Replies
    1. আপনার মহামূল্যবান কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      একটু বুঝিয়ে বলবেন কি আমার ট্যুর বাজেট ৪০০০-৪৫০০ টাকা হলে যেই ট্যুর আমি নিজে নিজে ব্যাবস্থা করে ৩৫০০ টাকায় করতে পারব সেখানে আমি কেনও ১০০০ টাকা অতিরিক্ত খরচ করবো?
      আর যারা কষ্ট করে ৪৫০০ টাকা ট্যুর এর জন্য ব্যাবস্থা করে তারা কেনও নিজেরা ব্যাবস্থা না করে ট্রাভেল কোম্পানির কাছে যাবে?
      ফাইভ স্টার হোটেল এর রুম বাদ দিয়ে গলির ভিতর ফ্লাট বাড়ির রুম নিয়ে প্যাকেজ সাজিয়ে বাংলাদেশ কে দুবাই থুক্কু ডুবাই বানানো যাবে না।

      ধন্যবাদ

      Delete

Post a Comment

Popular posts from this blog

এক দিনের ভ্রমণ - ঢাকার কাছাকাছি জনপ্রিয় ৩০টি রিসোর্টের তথ্য

কক্সবাজার ভ্রমণের কিছু টিপস