Posts

Showing posts from August, 2017

কক্সবাজার ভ্রমণের কিছু টিপস

Image
সারি সারি ঝাউবন। বালুর নরম বিছানা। সামনে বিশাল সমুদ্র। নীল জলরাশি আর শোঁ শোঁ গর্জনে মেশা মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। অপরূপ সুন্দর বিশ্বের বৃহত্তম এই সমুদ্র সৈকতে যারা সপরিবারে বেড়াতে চান তাদের জন্য এই লেখা। কতদিন থাকবেন, কোথায় কোথায় থাকবেন / বেড়াবেন তার পূর্ণাঙ্গ গাইড ও তথ্য জেনে নিন। অফ সিজনে বেড়াতে গেলে যাত্রার পূর্বে রেইন কোট, ছাতা সঙ্গে রাখুন। টর্চ, ব্যাটারি, মোবাইল চার্জার, পানির বোতল, টুপি, হাফপ্যান্ট, ট্রাউজার, সানগ্লাস সঙ্গে রাখুন। আগেই পরিবহন ও যাতায়াতের ব্যবস্থাসহ বাসস্থানের পরিপূর্ণ ঠিকানা ফোন নম্বর ও মোবাইল নম্বর জেনে নিন। সঙ্গে রাখতে পারেন ক্যামেরা ও বাইনোকুলার। ছোট হ্যান্ডব্যাগ, মানিব্যাগ, মোবাইল সযতনে রাখুন। জেনে নিন খাবার মেন্যু ও মূল্য, থাকার ভাড়া সম্পর্কে। এছাড়া পরিবহন খরচের ব্যাপারে আগেই স্বচ্ছ ধারণা নিন। কেনাকাটায় সতর্ক থাকুন। আগেই গাড়ির সিট বুক করে রাখুন। নিরাপত্তার জন্য হোটেলের ভিজিটিং কার্ড, মোবাইল নম্বর ছাড়াও স্থানীয় পুলিশ ও বিচ পুলিশ ফাঁড়ির ফোন ও লাইফ গার্ডের নম্বরসমূহ সঙ্গে রাখুন। কোনো রকম বিপদের আশঙ্কা দেখা দিলেই হোটেল কর্তৃপক্ষ ও