Posts

Showing posts from May, 2019

Coxs Bazar Diary 2019 | কক্সবাজার ডায়েরী ২০১৯ – বড় ভাইদের সাথে মাস্তি, আড্ডা, টিমবিল্ডিং

Image
ট্যুরে গেলেই যে মানুষটার রোষানলে পরতে হয় সেই বড় ভাই যদি দেশে অবস্থান করে তাহলে তো একটা ট্যুর না দিলে পাপ হবে... চাঁদপুর ট্যুরের পরেই প্ল্যান ছিলো এপ্রিলে আরেকটা ট্যুর হবে। হিমেল এর উপর দায়িত্ব ছিলো ট্যুর এর প্ল্যান করার। ভাই করি করি করতে করতে একবার গেলো বরিশাল আরেকবার সোলো ট্যুর এর নাম করে তিন জন নিয়ে শেরপুর+জামালপুর। কিন্তু আমাদের ট্যুরের কোনও খবর নাই। নাহিদ ভাই এর সাথে কথা বলে হিমেল এর চিন্তা বাদ দিয়ে নিজেরাই প্ল্যান করে ফেললাম কক্সবাজার যাবো, সম্পুর্ন রিল্যাক্স ট্যুর। আমি, নাহিদ ভাই, রাসেল ভাই আর বহু কাঙ্খিত সেই সাফিউল ভাই। যাত্রার তারিখ ঠিক হলো এপ্রিল এর ২৪ তারিখ, বুধবার রাতে যাবো, যেহেতু সবাই বৃহস্পতিবার রাতে যায় কাজেই বৃহস্পতিবার আমরা মোটামোটি ফ্রি পাবো। কিন্তু ভেজাল লাগালো পরিবহন ধর্মঘট। ২৪ এপ্রিল রাতে কোনও বাস ছাড়বেনা। পুরো প্ল্যান এক সপ্তাহ পিছিয়ে গেলো। কথায় বলে না যা হয় ভালোর জন্যই হয়, পিছিয়ে যাওয়াতে হিমেল সহ আরো চার জন যোগ দিলো আমাদের সাথে। বাড়তি পাওয়া ঝড়ো পরিবেশ। প্রথমে মনে হইছিলো জীবনটা বেদনা, মাত্র চার জন যাচ্ছি, পরে দেখা গেলো জীবনটা পুরাই বিনোদন। বিনোদন এর ও একটা লিম