Posts

Showing posts from October, 2019

শীতকালে ঘুরতে যাওয়ার প্রস্তুতি

Image
শীতের দিন বেড়ানোর জন্য সবচেয়ে সুন্দর সময়। আমাদের ব্যস্ত জীবনে অবসর খুব একটা মেলে না। তাই একটু সময় পেলেই মন আর এই ইটকাঠের শহরে থাকতে চায়না। কাজের চাপে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, কোথাও একটু   বেড়িয়ে এলে সব অবসাদ দূর হয়ে যায়। পাওয়া যায় নতুন করে কাজ করার শক্তিও। অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন ঘুরতে যাওয়ার এবার প্রস্তুতিটাও নিয়ে নিন: পর্যাপ্ত পরিমান মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখুন। 1.      বেড়াতে যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে খোঁজ নিন। থাকা এবং খাওয়ার ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কেমন তাও জেনে নিন। 2.      নিজের গাড়ি নিয়ে দূরে যেতে হলে, কোনো সমস্যা আছে কিনা আগে চেক করুন। এক্সট্রা চাকা অবশ্যই গাড়িতে রাখবেন। 3.      ব্যাগ গোছানোর সময়, শীতের পোশাক, সানগ্লাস, ক্রিম, পেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু নিয়ে নিন। তবে চেষ্টা করুন ছোট সাইজের প্রসাধন সামগ্রী নিতে । 4.      ভাবছেন শীতকালে ঠাণ্ডা, তাই সানস্ক্রিন প্রয়োজন নেই? ভুল! শীতের রোদেও আমাদের ত্বকের সমান ক্ষতি হয় সানস্ক্রিন শীতেও নিতে হবে । 5.      বাড়তি ব্যাগ আর জুতাও নিয়ে নিন। 6.      আজকাল মোবাইল ফোন ছ

মেঘের রাজ্য সাজেক ট্যুর প্লান (দুই দিনের জন্য)

Image
সাজেক এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্যুরিষ্ট স্পট । যারা একটু রিলাক্স করে এ বং বন্ধু বান্ধব নিয়ে অথবা পরিবার নিয়ে দুইটা দিন সময় কাটাতে চান আবার কিছুটা অ্যাডভেঞ্চার ও চান তাদের কাছে সাজেক দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তাই তাদের কথা মাথায় রেখে দুই দিনের ট্যুর প্লান টা করা হল । আমার এক ছোট ভাই Jawad Abdullah বুয়েটে ক্লাস শুরু হওয়ার আগে ঘুরে আসতে চাচ্ছে, আসলে তার অনুরোধেই প্লান টা করা । আমি আমার অভিজ্ঞতার আলোকে প্লান করেছি, কারো কোন কারেকশন থাকলে কমেন্ট এ বলবেন প্লিজ। পর্যাপ্ত পরিমান মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখুন। দিন ০ : ঢাকা থেকে রাতের বাসে খাগড়াছড়ি রওনা দিতে হবে, সাপ্তাহিক ছুটি তে গেলে চেষ্টা করতে হবে রাত ৯ঃ ০০ টার মধ্যে রও না দিতে তাহলে ভোরেই পৌছে যাওয়া যাবে খাগড়াছ ড়ি । হানিফ এসি বাস ১০০০ টাকা, সেন্ট মার্টিন পরিবাহন ৯০০ টাকা। নন এসি বাস ভাড়া নিবে ৫২০ টাঁকা করে , এস আলম, শ্যামলি , ইকোনো এর সার্ভিস ভাল। শান্তি পরিবহন এর গাড়ি গুলা ও ভাল, কিন্তু শান্তি পরিবহন তাদের জন্য যারা দীঘিনালা পর্যন্ত যেতে চান । আমার মতে খাগড়াছড়ি তে নামাই ভাল। দিন ১ঃ