কক্সবাজারের আকাশে রোমাঞ্চকর প্যারাসেইলিং
কেবল সৈকত আর ঢেউ দেখে দেখে কতোটুকুইবা সময়ই কাটে! পর্যটক চান আরো একটু রোমাঞ্চ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুনীল আকাশে উড়ে বেড়ানো এমনই এক রোমাঞ্চ ‘প্যারাসেইলিং’। প্যারাসেইলিং নামের অ্যাডভেঞ্চারে করে পর্যটক আকাশ থেকে দেখতে পারেন সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য । এখন এটি বাংলাদেশেই হচ্ছে। সৈকত থেকে আকাশে উড়াল দিতে পর্যটক গায়ে বেঁধে নিচ্ছেন প্যারাশ্যুট। বাংলাদেশে কেবল কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর ও হিমছড়িতে আকাশে উড়ার এই সুযোগ মিলছে। থাইল্যান্ডের পাতায়া বা ইন্দোনেশিয়ার বালি’র মতো ‘প্যারাসেইলিং’ এখন বাংলাদেশেই চলছে। শীত, বর্ষা, গরম সব ঋতুতে চলছে আকাশে উড়াউড়ির খেলা। সুগন্ধা সৈকতের অদূরে কক্সবাজার শহর থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে দরিয়ানগর সাগর তীর থেকে উড্ডয়নের পালা। প্রায় এসে পড়া শীতের এ সময়ে হেলে পড়া সূর্যের দুর্বল তেজে আকাশে উড়ার প্রস্তুতি। গায়ে বেঁধে দেয়া হয় প্যারাশ্যুটের রশি। বালুকাময় তীর ছেড়ে এবার আকাশে নিচে রশি টেনে ধরেছে স্পিডবোট। তার আগে মাত্র ২ মিনিটের একটি ব্রিফ দিয়ে দেন একজন প্যারাসেইলিং ইনস্ট্রাকটর। হাত ধরে রাখা আর নামার সময় রশি টানার নিয়ম এই যা। আকাশের