The Sundarbans, Bangladesh. Largest Mangrove Forest In The World - সুন্দরবন ভ্রমনের গল্প
# সুন্দরবন ভ্রমনে যাব এই ব্যাপার টা কেনো যেনও আমাকে কখনওই টানেনি । হয়তোবা অনেক দিন ধরে ঘরে বসে থাকার কারনেই নোমান ভাই এর প্যান প্যান শুনতে শুনতে রাজি হয়ে যাই । এরপর বৃত্তের রানা ভাই কে ফোন করে সিট বুকিং করে ফেলি । রানা ভাই শুভ ভাই জিয়ন ভাই এর সাথে আগে ট্যুর হলেও শাওন ভাই এর সাথে দেখাই হলো প্রথম বার । আর সাথে ছিলো অভিজ্ঞ জুয়েল ভাই । # ঢাকা থেকে প্রায় ৬০ জনের টিম ট্রেনে করে খুলনার উদ্দেশ্যে যাত্রা করলেও আসল ট্যুর শুরু হয়েছিলো খুলনা ৪নং লঞ্চ ঘাট থেকে । লঞ্চে উঠে ট্যুরের প্রথম সুর্যদয় দেখার মধ্যে দিয়ে যাত্রা শুরু হলো । সবাই সকালের নাস্তা করতে লাগলো আর লঞ্চ ধীরে ধীরে রুপসা ব্রিজ , রামপাল , মংলা ছাড়িয়ে এগিয়ে যেতে লাগলো আমাদের প্রথম গন্তব্য হাড়বাড়িয়া এর উদ্দেশ্যে , সাথে অভিজ্ঞ চালক ইমরান ভাই । # হাড়বাড়িয়া ঘুরে এসে ফ্রেশ হয়ে পারশে মাছ আর খাসীর চুই ঝাল এর স্বাদ নিতে নিতে দুপুরের খাবার গ্রহন সাথে যশোরের বিখ্যাত রসগোল্লা । লঞ্চ কিন্তু এগিয়েই চ