Posts

সাজেকের কান্না । সাজেকের বেদনা । সাজেকে গিয়ে কি ঘটলো । বিদায় পিথিবি । What Happened With Us In Sajek

Image
সাজেক ভ্যালি, যা রাঙ্গামাটি জেলার বাঘাইহাট উপজেলায় অবস্থিত, বাংলাদেশের অন্যতম মনোরম পাহাড়ি গন্তব্য। এর উঁচু পাহাড়, ঘন সবুজ বন, এবং মেঘাচ্ছন্ন আকাশ একে প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গরাজ্যে পরিণত করেছে। নিম্নে সাজেক ভ্যালির বিভিন্ন বিশেষ দিক তুলে ধরা হলো: অবস্থান ও প্রবেশ পথ : সাজেক খাগড়াছড়ি জেলা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে। এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণপিপাসুরা সাধারণত খাগড়াছড়ি বা রাঙ্গামাটি হয়ে যাত্রা করেন। প্রাকৃতিক সৌন্দর্য : সাজেক তার উঁচু পাহাড়, ঘন সবুজ বন, এবং মেঘের সাথে খেলা করা দৃশ্যের জন্য বিখ্যাত। এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা এক অনন্য অভিজ্ঞতা। থাকা ও খাওয়া : সাজেকে বিভিন্ন ধরনের রিসোর্ট এবং কটেজ রয়েছে যা পর্যটকদের বিভিন্ন বাজেটের মধ্যে থাকার সুবিধা প্রদান করে। এখানে স্থানীয় খাবারের স্বাদ নেওয়া যেতে পারে। সাংস্কৃতিক বৈচিত্র্য : সাজেক ভ্যালির আরেকটি বিশেষ দিক হল এর সাংস্কৃতিক বৈচিত্র্য। এখানে বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী যেমন চাকমা, মারমা, ত্রিপুরা এবং লুসাই জনগোষ্ঠীর লোকেরা বসবাস করে। পর্যটন সুবিধা : এলাকায় হাইকিং, ট্রেকিং, এবং ফটোগ্রাফির মতো বিভিন্ন

The Sundarbans, Bangladesh. Largest Mangrove Forest In The World - সুন্দরবন ভ্রমনের গল্প

Image
# সুন্দরবন ভ্রমনে যাব এই ব্যাপার টা কেনো যেনও আমাকে কখনওই টানেনি । হয়তোবা অনেক দিন ধরে ঘরে বসে থাকার কারনেই নোমান ভাই এর প্যান প্যান শুনতে শুনতে রাজি হয়ে যাই । এরপর বৃত্তের রানা ভাই কে ফোন করে সিট বুকিং করে ফেলি । রানা ভাই শুভ ভাই জিয়ন ভাই এর সাথে আগে ট্যুর হলেও শাওন ভাই এর সাথে দেখাই হলো প্রথম বার । আর সাথে ছিলো অভিজ্ঞ জুয়েল ভাই ।   # ঢাকা থেকে প্রায় ৬০ জনের টিম ট্রেনে করে খুলনার উদ্দেশ্যে যাত্রা করলেও আসল ট্যুর শুরু হয়েছিলো খুলনা ৪নং লঞ্চ ঘাট থেকে । লঞ্চে উঠে ট্যুরের প্রথম সুর্যদয় দেখার মধ্যে দিয়ে যাত্রা শুরু হলো । সবাই সকালের নাস্তা করতে লাগলো আর লঞ্চ ধীরে ধীরে রুপসা ব্রিজ , রামপাল , মংলা ছাড়িয়ে এগিয়ে যেতে লাগলো আমাদের প্রথম গন্তব্য হাড়বাড়িয়া এর উদ্দেশ্যে , সাথে অভিজ্ঞ চালক ইমরান ভাই ।   # হাড়বাড়িয়া ঘুরে এসে ফ্রেশ হয়ে পারশে মাছ আর খাসীর চুই ঝাল এর স্বাদ নিতে নিতে দুপুরের খাবার গ্রহন সাথে যশোরের বিখ্যাত রসগোল্লা । লঞ্চ কিন্তু এগিয়েই চ

কক্সবাজারের আকাশে রোমাঞ্চকর প্যারাসেইলিং

Image
কেবল সৈকত আর ঢেউ দেখে দেখে কতোটুকুইবা সময়ই কাটে! পর্যটক চান আরো একটু রোমাঞ্চ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুনীল আকাশে উড়ে বেড়ানো এমনই এক রোমাঞ্চ ‘প্যারাসেইলিং’। প্যারাসেইলিং নামের অ্যাডভেঞ্চারে করে পর্যটক আকাশ থেকে দেখতে পারেন সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য । এখন এটি বাংলাদেশেই হচ্ছে। সৈকত থেকে আকাশে উড়াল দিতে পর্যটক গায়ে বেঁধে নিচ্ছেন প্যারাশ্যুট। বাংলাদেশে কেবল কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর ও হিমছড়িতে আকাশে উড়ার এই সুযোগ মিলছে। থাইল্যান্ডের পাতায়া বা ইন্দোনেশিয়ার বালি’র মতো ‘প্যারাসেইলিং’ এখন বাংলাদেশেই চলছে। শীত, বর্ষা, গরম সব ঋতুতে চলছে আকাশে উড়াউড়ির খেলা। সুগন্ধা সৈকতের অদূরে কক্সবাজার শহর থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে দরিয়ানগর সাগর তীর থেকে উড্ডয়নের পালা। প্রায় এসে পড়া শীতের এ সময়ে হেলে পড়া সূর্যের দুর্বল তেজে আকাশে উড়ার প্রস্তুতি। গায়ে বেঁধে দেয়া হয় প্যারাশ্যুটের রশি। বালুকাময় তীর ছেড়ে এবার আকাশে নিচে রশি টেনে ধরেছে স্পিডবোট। তার আগে মাত্র ২ মিনিটের একটি ব্রিফ দিয়ে দেন একজন প্যারাসেইলিং ইনস্ট্রাকটর। হাত ধরে রাখা আর নামার সময় রশি টানার নিয়ম এই যা। আকাশের

শীতকালে ঘুরতে যাওয়ার প্রস্তুতি

Image
শীতের দিন বেড়ানোর জন্য সবচেয়ে সুন্দর সময়। আমাদের ব্যস্ত জীবনে অবসর খুব একটা মেলে না। তাই একটু সময় পেলেই মন আর এই ইটকাঠের শহরে থাকতে চায়না। কাজের চাপে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, কোথাও একটু   বেড়িয়ে এলে সব অবসাদ দূর হয়ে যায়। পাওয়া যায় নতুন করে কাজ করার শক্তিও। অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন ঘুরতে যাওয়ার এবার প্রস্তুতিটাও নিয়ে নিন: পর্যাপ্ত পরিমান মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখুন। 1.      বেড়াতে যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে খোঁজ নিন। থাকা এবং খাওয়ার ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কেমন তাও জেনে নিন। 2.      নিজের গাড়ি নিয়ে দূরে যেতে হলে, কোনো সমস্যা আছে কিনা আগে চেক করুন। এক্সট্রা চাকা অবশ্যই গাড়িতে রাখবেন। 3.      ব্যাগ গোছানোর সময়, শীতের পোশাক, সানগ্লাস, ক্রিম, পেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু নিয়ে নিন। তবে চেষ্টা করুন ছোট সাইজের প্রসাধন সামগ্রী নিতে । 4.      ভাবছেন শীতকালে ঠাণ্ডা, তাই সানস্ক্রিন প্রয়োজন নেই? ভুল! শীতের রোদেও আমাদের ত্বকের সমান ক্ষতি হয় সানস্ক্রিন শীতেও নিতে হবে । 5.      বাড়তি ব্যাগ আর জুতাও নিয়ে নিন। 6.      আজকাল মোবাইল ফোন ছ

মেঘের রাজ্য সাজেক ট্যুর প্লান (দুই দিনের জন্য)

Image
সাজেক এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্যুরিষ্ট স্পট । যারা একটু রিলাক্স করে এ বং বন্ধু বান্ধব নিয়ে অথবা পরিবার নিয়ে দুইটা দিন সময় কাটাতে চান আবার কিছুটা অ্যাডভেঞ্চার ও চান তাদের কাছে সাজেক দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তাই তাদের কথা মাথায় রেখে দুই দিনের ট্যুর প্লান টা করা হল । আমার এক ছোট ভাই Jawad Abdullah বুয়েটে ক্লাস শুরু হওয়ার আগে ঘুরে আসতে চাচ্ছে, আসলে তার অনুরোধেই প্লান টা করা । আমি আমার অভিজ্ঞতার আলোকে প্লান করেছি, কারো কোন কারেকশন থাকলে কমেন্ট এ বলবেন প্লিজ। পর্যাপ্ত পরিমান মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখুন। দিন ০ : ঢাকা থেকে রাতের বাসে খাগড়াছড়ি রওনা দিতে হবে, সাপ্তাহিক ছুটি তে গেলে চেষ্টা করতে হবে রাত ৯ঃ ০০ টার মধ্যে রও না দিতে তাহলে ভোরেই পৌছে যাওয়া যাবে খাগড়াছ ড়ি । হানিফ এসি বাস ১০০০ টাকা, সেন্ট মার্টিন পরিবাহন ৯০০ টাকা। নন এসি বাস ভাড়া নিবে ৫২০ টাঁকা করে , এস আলম, শ্যামলি , ইকোনো এর সার্ভিস ভাল। শান্তি পরিবহন এর গাড়ি গুলা ও ভাল, কিন্তু শান্তি পরিবহন তাদের জন্য যারা দীঘিনালা পর্যন্ত যেতে চান । আমার মতে খাগড়াছড়ি তে নামাই ভাল। দিন ১ঃ